



#নিউজ বৃত্তান্তঃ করোনার মধ্যেই কর্মসংস্থান নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে তিনি জানান, রাজ্যে জোড়া বিনিয়োগ হতে চলেছে। প্রথমত তাজপুরে নতুন বন্দর তৈরি করছে রাজ্য সরকার অন্যদিকে দীঘায় তৈরি হচ্ছে কেবল ল্যান্ডিং স্টেশন। মুখ্যমন্ত্রী জানান, আমরা বহুদিন ধরেই তাজপুরে বন্দর তৈরি করার কথা ভাবছিলাম যা রাজ্য সরকারই তৈরি করবে। একা তৈরি করা সম্ভব নয় তাই টেন্ডার ডাকা হবে।”
অন্যদিন দীঘায় কেব্ল ল্যান্ডিং স্টেশন যেখানে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। এখানে মোবাইল নেটওয়ার্ক ও মোবাইল যন্ত্রাংশ নিয়ে কাজ হবে। যারফলে নতুন করে কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনারও অভিযোগ তোলেন, তিনি বলেন কেন্দ্র সরকার কোনো রকম সাহায্য করছে না। গঙ্গা সাগরে লোহার ব্রিজ নির্মানের কথা ছিলো তাও গড়েনি কেন্দ্র। তবে এই জোড়া কর্মসংস্থান রাজ্যের অর্থনীতির জন্য বেশ ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।
