



#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ : রাজ্য সরকারের ডাকা সাপ্তাহিক লকডাউনের দিনগুলিতে বেশ ভালোরকমের সাড়া মিলছে রায়গঞ্জে। এর আগেও সাপ্তাহিক লকডাউন স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় পালন করেছেন শহরবাসী। এবারও তার ব্যাতিক্রম দেখা গেল না। বৃহস্পতিবার সম্পূর্ণভাবে লকডাউন মেনে চলেছেন রায়গঞ্জের সাধারণ মানুষ। রাস্তায় যেমন দেখা মেলেনি কোনো যানবাহনের, তেমনই খোলেনি কোনো দোকান বা বাজারঘাট। খুব প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের হতেও দেখা যায় নি। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা ও সরকারি বিশেষ পরিষেবামূলক কাজের সাথে যুক্ত থাকা গুটিকয়েক যানবাহন রাস্তায় দেখা গেছে। দিনকয়েক আগেই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দুহাজার পার করেছে, তাই মনে করা হচ্ছে জেলার সাধারণ মানুষ সংক্রমণ প্রতিরোধে এবার নিজেরাই সচেতন হয়ে নিজের নিজের ঘরে রয়েছেন।
বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২১০৩ হলেও করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৯৭ জন। জেলা সদর রায়গঞ্জে গত দিনচারেকের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা একদমই না এর বরাবর। সেইসঙ্গে পূর্ণ লকডাউনকে মান্যতা দিয়ে সরকার ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে বাসিন্দারা যে সচেতনতার পরিচয় দিচ্ছেন তা বলাই যায়। সাধারণ মানুষ সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়ালেও এদিন লকডাউন সফল করতে রাস্তায় পুলিশি টহলদারির কোনো অভাব ছিল না। বিশেষ প্রয়োজন ছাড়া যে সমস্ত মানুষ ও যানবাহন রাস্তায় বেরিয়েছিল তাদের তৎক্ষনাৎ বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছেন পুলিশকর্মীরা।
