



#কলকাতাঃ ২০২১ এর কথা মাথায় রেখে নতুন স্লোগানের কথা ভাবছে সিপিএম। চমকপ্রদ স্লোগান দিয়ে মানুষের মধ্যে যে সারা পাওয়া য়ায় তা বিলক্ষণ বুঝতে পারছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। সেইজন্য বিধানসভা ভোটের আগে আলিমুদ্দিনস্ট্রীটে স্লোগান নিয়ে চলছে বিস্তর গবেষনা। শুধু তাই নয় নতুন নতুন স্লোগান তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে আলিমুদ্দিন। পুরনো দিনের স্লোগান দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয়।
নতুন প্রজন্মের কাছে পৌছাতে গেলে চাই অভিনব স্লোগান। এমনকি দলের থিম সংয়েও আনতে হবে বদল। যুব সমাজের চাহিদার কথা মাথায় রেখে দলের পুস্তিকা, লিফলেট তৈরি করতে হচ্ছে সিপিএমের রাজ্য নেতৃত্বকে। সেইজন্য সিপিএমের আইটি সেলের স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করছেন। যাতে সোশ্যাল মিডিয়াতেও দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়া যায়। রাজ্য বিজেপির আইটি সেল সোশ্যাল মিডিয়ায় খুব সক্রীয়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঝড় তুলতে সামর্থ হয়েছে।
বিরোধী শিবিরে থেকে সোশ্যাল মিডিয়ায় বামেদের আইটি সেল অনেক পিছিয়ে। বামেরা চাইছে নতুন নতুন স্লোগান এনে ২০২১ মমতা বিরোধী ঝড়কে নতুন মাত্রা দিতে। সূত্রের খবর সিপিএমের রাজ্য নেতৃত্ব মোটামুটি একটি স্লোগানকে ফাইনাল করেছে। “দরকারে পাই, সরকারে চাই”। এই স্লোগানটি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে সিপিএমের রাজ্য নেতৃত্ব।
