



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সরস্বতী পুজো উপলক্ষে এক অন্য ধরনের রক্তদান শিবিরের আয়োজন করল দেবীনগর সুকান্ত মোড়ের কচিকাঁচারা। বাড়ি থেকে বাবা, মা, কাকু, কাকিমাদের প্রায় তুলে এনে রক্তদান করালো তারা। এমন শিবিরের আয়োজনে প্রাথমিকভাবে অখুশি হলেও পরে সকলেই এই উদ্যোগের প্রশংসা করেছেন।
রায়গঞ্জ শহরের ২৬ নম্বর ওয়ার্ডের সুকান্ত মোড়ে সরস্বতী পুজো করেছিল এই পাড়ার ছোটরা। তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেছিল পাড়ার বড়রা। এক সপ্তাহ জুড়ে চাঁদা তোলা, প্রতিমা কেনা, বাজার করা, রাত জেগে মন্ডপ তৈরি সহ সব কাজ তারা নিজেরাই উদ্যোগ নিয়ে করেছে। পুজো কমিটির সম্পাদক দেবলীনা ভট্টাচার্য বলল যে, তারা বড়দের কাছে শুনেছিল, হাসপাতালে রক্তের সংকট তৈরি হয়েছে।
তাই আমরা নিজেরাই উদ্যোগ নিই এই রক্তদান শিবিরের, বলল দেবলীনা। সে আরও বলে, আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করতে এগিয়ে আসে হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের সম্পাদক শঙ্কর ধর, রায়গঞ্জ মুক্তির কান্ডারীর কৌশিক ভট্টাচার্য, রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, কসবা গেটের ব্যবসায়ী দেবু দত্ত, বিকাশ মন্ডল, বিষ্ণু দেব ভট্টাচার্য, অভিজিৎ দে সরকার সহ অন্যান্যরা।
পুজো কমিটির সম্পাদক দেবলীনা ভট্টাচার্য বলল, এই পুজো আমাদের পাড়ার পুজো। গত তিন চারদিন খুব সুন্দর কাটছে সকলের। আজ এই রক্তদান শিবির করে ভীষণ আনন্দ হচ্ছে। রায়গঞ্জ মার্চেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী এমন একটি উদ্যোগ দেখে ভীষণ অবাক। বারবার তারিফ করে চলেছেন এই কচিকাঁচাদের। এমন ভাবে একটি রক্তদান শিবির সফল হবে, ভাবতেই পারেনি রায়গঞ্জ মুক্তির কান্ডারীর কর্ণধার কৌশিক ভট্টাচার্য।
তিনি বললেন, এটা সারা রাজ্যের মধ্যে একটি নিদর্শন হয়ে রইল। এত খুদেরা যে রক্তদানের প্রচার প্রসার করতে এগিয়ে এসেছে, সেজন্য ওদেরকে শুভেচ্ছা জানান তিনি। রক্তদান শিবিরে আজ রক্ত দিয়েছেন সস্ত্রীক শান্তনু দাস, সস্ত্রীক নয়ন দেব, বিষ্ণু দেব ভট্টাচার্য, শঙ্কর ধর, অভিজিৎ দে সরকার সহ অন্যান্য বাসিন্দারা।
