



#নিউজ বৃত্তান্তঃ এখনও শুরু হয়নি আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহিতে বসতে চলেছে এই ক্রিকেট লিগ। তার আগেই কেকেআর শিবিরের জন্য এলো খারাপ খবর। চোটের কারনে ছিটকে গেলেন ইংল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বলার হ্যারি গার্নি। তাকে আইপিএল-এর একটি ম্যাচেও পাওয়া যাবে না। তবে তার পরিবর্তে কাউকে ভাবা হচ্ছে কিনা তা এখনো জানায়নি কেকেআর। গার্নির কাঁধে গুরুতর চোট রয়েছে, তাই তাকে পরের মাসেই অস্ত্রোপচার করতে হবে।যার জন্য তিনি আইপিএল খেলতে পারবেন না।২০১৯ সালে কেকেআর-এর হয়ে অভিষেক হয় হ্যারি গার্নির। ৭ ম্যাচে ৮ টি উইকেট নেয় এই বাঁ-হাতি বলার।
