



নিউজ বৃত্তান্তঃ দিন যত যাচ্ছে করোনা ভ্যাকসিন নিয়ে খুশির খবর শোনা যাচ্ছে।রাশিয়ার দাবিমত তারা আগামী ১২ আগষ্ট প্রথম করোনার প্রতিষেধক আনতে চলেছে। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন, চীনের মত দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের শেষ দিকে। ভারতও নিজস্ব ভ্যাকসিন বানাতে ব্যস্ত, এসবের মধ্যে কিভাবে সাধারণ মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন বিলি করা হবে এবং কত দ্রুততার সঙ্গে দেশের প্রতিটা কোণায় পৌছে দেওয়া যাবে তার জন্য একটি কমিটি গঠন করল কেন্দ্র সরকার।
এই কমিটিই নির্ধারণ করবে, কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে দেশের মানুষের জন্য। এছাড়া এই কমিটি বিভিন্ন রাজ্য সরকার ও ভ্যাকসিন নির্মাতা সংস্থার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে, কীভাবে দেশে ভ্যাকসিন সরবরাহ করা হবে।কমিটির শীর্ষে আছেন নীতি আয়োগের সদস্য ভি কে পল এছাড়াও রয়েছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া, বিদেশমন্ত্রক, বায়োটেকনোলজি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধি।
