



#নিউজ বৃত্তান্তঃ আলু ছাড়া বাঙালির খাওয়ার মেনু অচল। সেই আলুর দাম আকাশ ছোঁয়া। বাজারে আলুতে হাত দিতেই ফোসকা পড়ছে হাতে। জ্যোতি আলু কেজি প্রতি ২৫ টাকা সেখানে চন্দ্রমুখী আলুর দাম দাঁড়িয়েছে ৪০ টাকা কেজি। রোজ জীবনে মধ্যবিত্তের কাছে হাঁসফাঁস ব্যাপার। একেতেই লকডাউনে কর্মহীন সাধারণ মানুষ। জীবন জীবিকায় টান পড়ছে পকেটে। সেখানে এক কেজি আলুর দাম ৪০ টাকা। এখন থেকে হিসেব করেই আলু পাতে করতে হবে বাঙালিকে।
