



#বাঁকুড়াঃ ফের দলবদল করে তৃণমূলে ফিরলেন বাঁকুড়ার বিষ্ণপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোটে বিষ্ণুপুর থেকে তিনি বিধায়ক হন তারপরই সেই বছরই তৃণমূলে যোগ দান করেন। আবার তিন বছর কাটতে না কাটতেই তুষারকান্তি ভট্টাচার্য ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগ দানের একবছর পেরোতে না পেরোতেই তৃণমূলে ফিরলেন তিনি।
তুষারকান্তি ভট্টাচার্যের বক্তব্য,বিজেপি থেকে মানুষের জন্য কাজ করতে অসুবিধে হচ্ছিলো তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। আজ জেলা সভাপতি শ্যামল সাঁতরা ও চেয়ারম্যান শুভাশিস বটব্যালের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। বিধানসভা ভোটের আগে বিধায়কের তৃণমূলে ফিরে আসা বাঁকুড়া জেলা তৃণমূলের জন্য ইতিবাচক দিক। এখন প্রস্তুতি বিধানসভা ভোটের।
