



#নিউজ বৃত্তান্তঃ আপনার মন খারাপের খবর যদি আপনার কন্ঠস্বরের মধ্যে লুকিয়ে থাকে। অবাক হচ্ছে? ভাবছেন এও কখনও সম্ভব! তবে বলছি, হ্যাঁ এটাও সম্ভব। অ্যামাজনের তৈরি আর্টফিশিয়াল ইন্টালিডেন্স সহ ব্যান্ড ‘হেলো’, যারা দ্বারা আপনার কন্ঠস্বরের মাধ্যমে বোঝা যাবে আপনি কতটা খুশিতে আছেন আর কতটা দুঃখে।
এই ‘হেলো’ ব্যান্ড শুধু আপনার মানসিক পরিস্থিতির খেয়াল রাখবে তা নয়, তারসাথে আপনার শরীরের খেয়ালও রাখবে। শরীরের ফ্যাট থেকে আপনার ওয়াকআউটের সময় সম্পর্কে তথ্য দেবে এই হেলো ব্যান্ড। দামও সাধ্যের মধ্যে। ৫ হাজার ৭৯৯ টাকা। তবে এই ব্যান্ডের মেম্বারশিপ বাবদ প্রতি মাসে আপনাকে ২৯৫ টাকা গুনতে হবে।
