



#মালবাজার: শুক্রবার ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এদিন এই উপলক্ষে মেটেলি ব্লকের চালসায় স্থিত দলীয় কার্যালয়ে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠন ও দলের পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি দলের আদর্শ ও ছাত্র ছাত্রীদের ভুমিকা নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা, মাটিয়ালি- বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল, জেলা পরিষদ সদস্যা সীমা সরকার, শ্রমিক নেতা সোনা সরকার, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি অরিজিৎ দে সরকার, ছাত্র পরিষদের অন্যতম জেলা সম্পাদক দেবরাজ দাস, সমাজসেবী মহেন্দ্র প্রধান। এদিন এই অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
