



#কল্যান ব্যানার্জী, করনদীঘি: শুক্রবার করনদীঘিতে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। স্থানীয় তৃনমূল কংগ্রেস কার্যালয়ে এই উদযাপন অনুষ্ঠানে বিশিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন করনদীঘির বিধায়ক মনোদেব সিংহ, টিএমসিপির করনদীঘি ব্লক সভাপতি সওদাগর অালম, ছাত্রনেতা তারিক অানোয়ার, টিএমসি নেতা মনোহর সিংহ, কৌশিক রায় ও করনদীঘি ব্লক তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের সভাপতি রমেশ সিংহ প্রমুখ।
টিএমসিপি সূত্রে জানা গেছে, এদিন করনদীঘি গ্রামীন হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। হাসপাতাল পরিসর সহ বিভিন্ন এলাকাতে পথচলতি মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন টিএমসিপির প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে গাড়ী চালকদের মাস্ক বিতরনের পাশাপাশি করোনা সম্পর্কে সচেতন করা হয়। বিধায়ক মনোদেব সিংহ বলেন, টিএমসিপির ছেলেরা সবসময় মানুষের পাশে থেকে সমাজসেবা মূলক কাজে অংশ নিয়ে থাকে।
