তীব্রতা বাড়তেই স্কুলগুলোতে বাড়ল গরমের ছুটি, সাথে ৪ দিন ভোটের ছুটি

#নিউজ ডেস্কঃ রাজ্যের দক্ষিণ অংশে বাড়ছে গরমের তীব্রতা৷ সাথে আসছে গনতন্ত্রের বৃহত্তম উৎসব। সেদিকে লক্ষ্য রেখে আসন্ন লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। ৬ই মে থেকে ১লা জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত রাজ্যের স্কুলে।

এছাড়াও, ১৯ এপ্রিল থেকে রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফার জন্য ১৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করেছে পর্ষদ। পাশাপাশি, দ্বিতীয় দফার জন্য ২৪শে এপ্রিল থেকে থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

শিক্ষক তপন মজুমদার বলেন, ভোটের জন্য এবার গরমের ছুটি ১২ দিন বৃদ্ধি পেল। ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। সেটা এবার ৬ই মে থেকে ২রা জুন পর্যন্ত হল। তবে যেভাবে গরমের তীব্রতা বাড়ছে, তাতে জুন মাসে আবারও ছুটি বাড়তে পারে বলে মনে করছে শিক্ষা মহল।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা