কৃষ্ণের প্রচারে শিক্ষক সমিতি

#রায়গঞ্জঃ আসন্ন লোকসভা ভোটে ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করেছেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানীকে। ইতিমধ্যেই প্রচারও শুরু হয়েছে দলীয় তরফে। এবার কৃষ্ণ কল্যানীর হয়ে পথে নামল পশ্চিম বঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা। এদিন তারা উত্তর দিনাজপুর জেলা সদর শহর রায়গঞ্জের ২টি জায়গায় প্রচার অভিযানে অংশ নেয়। তারা রায়গঞ্জ ঘড়ি মোড়ে প্রথম পথসভার পর দ্বিতীয় পথসভা করেন দেবীনগর বাজারের সামনে। এতে উপস্থিত ছিলেন সমিতির বহু সদস্য।

সংগঠনের সভাপতি ড. সুব্রত সাহা বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার সামগ্রিক ভাবে দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। ভাঁওতা দিয়ে বিগত ১০ বছর ধরে তারা দেশ পরিচালনা করছেন। অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছেন, যেমন- নরেন্দ্র মোদি ১৫ লাখ টাকা প্রতিটি নাগরিকের একাউন্টে ঢোকাবেন, প্রতি বছর ১ লক্ষ যুবক, যুবতী চাকরি পাবে, রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম কমবে, কৃষকের উন্নয়ন হবে। বিগত ১০ বছরে এটা প্রমাণিত যে এই সরকার ফিরে এলে দেশের ১২টা বাজবে।

তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। তবেই লক্ষীর ভান্ডার, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সমব্যাথী, সবুজ সাথী, তরুনের স্নপ্ন প্রকল্প চলবে। এতেই সাধারণ খেটে খাওয়া মানুষ বেঁচে থাকতে পারবে।
তিনি বলেন, আমরা যারা সমাজের বুদ্ধিজীবি গোষ্ঠীর মানুষ, তারা যদি কেন্দ্র সরকারের এমন দিশাহীন অর্থনীতি, সমাজনীতির বিরূদ্ধে রুখে না দাঁড়াই, তবে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারব না।

তাই দলীয় প্রার্থীকে জেতাতে পথে নেমেছি৷ পথসভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি কৌশিক দত্ত, সাধারণ সম্পাদক ড. ভাস্কর কুমার দত্ত, রাজ্য কমিটির সদস্য আদিত্য নারায়ণ দাস, সহ সম্পাদক ভাস্কর মহলানবিশ, বিজয় সিংহ, সুনীল বর্মন সহ জেলা নেতৃত্ব।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা