পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির

#মালবাজার: বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির আয়োজন করলো ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংস্থা স্নেহ ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল মাল থানার পুলিশ। বৃহস্পতিবার মাল সুভাষিণী উচ্চ বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মানব পাচার, সাইবার নিরাপত্তা ও অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়।
বিশেষ করে ছাত্র ছাত্রীদের আত্মহত্যার প্রবণতা কম করা, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অপরাধ, বিভিন্ন ধরনের মানব পাচারের বিষয়ে সচেতন করছে ডুয়ার্সের এই সংস্থা। এদিনের শিবিরে শতাধিক পড়ুয়া সহ উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ, মালবাজার থানার আধিকারিক বাল্মীকি লোহার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা অনুরাধা রক্ষীত, সদস্যা তৃষা বোস, রিকি বরুয়া।
এ বিষয়ে সংস্থার প্রধান অভিষেক ঘোষ বলেন, সমাজের গুরুতর অপরাধের সংখ্যা কম করতে হলে সমাজের সচেতনতা বৃদ্ধি করতে হবে, সে জন্যই আমরা এই শিবির গুলো আয়োজন করে থাকি। পুলিশের পক্ষ থেকে আইন ও অপরাধ প্রবনতা নিয়ে আলোচনা করা হয়।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা