ভারতীয় বিমানবাহিনী প্রধান ভি আর চৌধুরী ঢাকায়


#হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী ঢাকায় এসেছেন। ভি আর চৌধুরী তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে।

ভারতীয় বিমানবাহিনী প্রধান এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ আধিকারীকদের সঙ্গেও বৈঠক হবে তার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন আধিকারীকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফরকালে তিনি ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বিমানঘাঁটিও পরিদর্শন করবেন।

এছাড়াও ভারতীয় বিমানবাহিনীর প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে।

News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা