নাগরাকাটা ব্লকের চাবাগান গুলিতে জোর প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস

#মালবাজার: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন নাগরাকাটা বিধানসভা। চা বাগান অধ্যুষিত এই বিধানসভায় প্রায় আড়াই লাখের কাছাকাছি ভোটার রয়েছে যার বেশির ভাগ চাবাগানের বাসিন্দা। তাই চা শ্রমিকদের মন জয় করতে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা আসনে জিতেছিল বিজেপির জন বারলা।
২০২১ বিধানসভা আসন দখল নিয়েছিল বিজেপির পুনা ভেংরা। এবার আলিপুরদুয়ার লোকসভা আসন ছিনিয়ে আনতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইককে। অন্য দিকে বিজেপির প্রার্থী মাদারীহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা। উভয় প্রার্থীর কাছেই চাবাগানের ভোট গুরুত্বপূর্ণ। তাই শুক্রবার ব্লকের বিভিন্ন চা বাগানে প্রচারে ঝড় তুলেছিলেন মনোজ টিজ্ঞা।
পাল্টা শনিবার চাবাগানে প্রচারে রাজ্যের নানা প্রকল্পের কথা বলে শ্রমিকদের ভোট চাইলেন তৃনমুল কংগ্রেস নেতারা। এদিন তৃনমুল চা বাগান মজদুর ইউনিয়নের ব্লক সভাপতি আজাদ আনসারি, চাম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, রমেশ তিরকি,যুব তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি প্রবীন সিংহ সহ অন্যান্য নেতৃত্ব বিভিন্ন চাবাগানে কর্মরত শ্রমিকদের কাছে, চা সুন্দরী, জমির পাট্টা, জয় জোহার পেনশন, লক্ষীর ভান্ডার সহ নানা প্রকল্পের কথা বলে ভোট চান।
News Britant
Author: News Britant

Leave a Comment

Choose অবস্থা